কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০০ পিস ইয়াবাসহ সুমন লস্কার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের শাহাদাত শেখের ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুমন ওই সাফলীডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান লস্কারের ছেলে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাফলীডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।