রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ান ২০১৯ সাল থেকে মাংস জাতীয় খাবার খাওয়া বাদ দিয়েছেন। বাড়িতে থাকলে তিনি নিরামিষ ভোজন করেন বলে জানিয়েছিলেন।

জানা যায়, লাখ লাখ ভক্ত-অনুসারীকে নিরামিষ ভোজে উৎসাহ দেওয়ায় এবং প্রানীর প্রতি ভালোবাসার জন্য কিমকে সম্মান জানাতে তার নামে একটি গরুর নামকরণ করেছে ভারতের পিপল ফর দি ইথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (পেটা)। এক বিবৃতিতে পেটার অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

প্রানী অধিকার আদায়ের উদ্দেশ্যে আন্দোলনকারী অলাভজনক এই সংস্থাটি জানিয়েছে, ওই গরুটির চোখ অনেক সুন্দর এবং এর পাপড়িগুলো অনেক বেশি ঘণ। এর নাম করা হয়েছে কিম কাউদাশিয়ান।
পেটা ইন্ডিয়ার ডিরেক্টর অব সেলিব্রেটি অ্যান্ড পাবলিক রিলেশন্স সচিন বাঙ্গেরা বলেন, ‘ডেইরিমুক্ত ডায়েট গ্রহণের মাধ্যমে প্রাণীদের রক্ষায় তিনি যে সহযোগিতা করেছেন এর জন্য আমরা কিমকে সম্মান জানাচ্ছি।’