ইউক্রেনের কিয়েভে অন্তত ১ হাজার ২৮৮ বেসামরিকের মৃতদেহ পাওয়া গেছে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত এই অঞ্চলে এতো লোকের মৃতদেহ পাওয়া গেছে। দেশটির একজন পুলিশ প্রধান এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

কিয়েভ অঞ্চলের পুলিশ প্রধান আন্দ্রি নাইবিতোভ বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে নিহত ১ হাজার ২৮৮ জনের লাশ আছে। আমি জোর দিয়ে বলছি এসব বেসামরিক নাগরিক।’ ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে।

নাইবিতোভ আরও বলেন, তাদের অধিকাংশই স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ এই অঞ্চলে নিহত বেসামরিক লোকদের নতুন কবর আরও খুঁজছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৪দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত ক্রমশ বেড়েছে।