কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া এলাকায় সোমবার (২২ জুলাই ২০২৫) দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনী একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জুম্মার পাড়া এলাকার একটি লবণের মাঠ থেকে একটি একনলা বন্দুক ও দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কোনো সন্দেহভাজনকে আটক করা না গেলেও, উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, উপকূলীয় এলাকায় মাদক, অস্ত্র ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।