সেঞ্চুরির বদলা সেঞ্চুরিতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাফ ডু প্লেসি সেঞ্চুরি করে খুলনার সামনে ১৮৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল। রান তাড়ায় সেঞ্চুরি হাঁকিয়ে দাঁতভাঙা জবাব দিলেন খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার।কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ে মিনিস্টার ঢাকাকে বিদায় করে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিলো খুলনা।আগে ব্যাট করে ফাফ ডু প্লেসির সেঞ্চুরির কল্যাণে স্কোর বোর্ডে ১৮২ রানের সংগ্রহ পায় কুমিল্লা। যদিও টস জিতে ব্যাট করতে নামা কুমিল্লার ইনিংসের শুরুটা ভালো হয়নি। শেখ মেহেদী হাসানের বলে বোল্ড হন ৭ বলে ৭ রান করা পারভেজ হোসেন ইমন। মাত্র ৭ রান করে রান আউটে কাটা পড়েন মুমিনুল হক। চার নম্বরে ক্রিজে নামেন দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া ফাফ ডু প্লেসি। তৃতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে গড়েন ৪৯ রানের পার্টনারশিপ। ২৭ বলে ৩১ রান করে জয় বিদায় নেওয়ার পর মঈন আলি ৮ রানে সাজঘরে ফেরেন। পরে দলের ভার একাই বয়ে যান ফাফ। খুলনার বোলারদের উপর তাণ্ডব চালিয়ে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৫২ বলে তুলে নেন সেঞ্চুরি। মাত্র ৫৪ বলে তিনি ১০১ রান করেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে কুমিল্লা।২ কোটিতে দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজ২ কোটিতে দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজজয়ের জন্য খেলতে নেমে কুমিল্লার বোলারদের ওপর তাণ্ডব চালান মাহেদী হাসান ও আন্দ্রে ফ্লেচার। ওপেনিংয়ে নেমে তারা ১৮২ রানের জুটি গড়েন। ৪৯ বলে ৭৪ রান করে মইন আলির বলে ডু প্লেসির হাতে ক্যাচ দিয়ে আউট হন মাহেদী হাসান। ৬২ বলে ১০১ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আন্দ্রে ফ্লেচার। জয়ের জন্য শেষ রানটি করেন সৌম্য সরকার।