আগামী ১ সেপ্টেম্বও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকী বা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫। প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে দিনটিকে স্মরণীয় করে রাখতে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণা অনুযায়ী, দিবসটি শুরু হবে সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশের মাধ্যমে।
এরপর সকাল পৌনে ১০টায় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন করবেন প্রধান অতিথি। সকাল ১০টা ৫এ প্রশাসনিক ভবন থেকে আনন্দ র্যালি শুরু হবে, যা ফুলবাড়িগেট পুলিশ বক্স ঘুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে গিয়ে শেষ হবে। সকাল পৌনে ১১ টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে কুয়েটের অর্জনঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক প্রেজেন্টেশন। এরপর সকাল সোয়া ১১টায় হবে আলোচনা সভা। দুপুর সাড়ে ১২ টায় বৃক্ষরোপণ কর্মসূচি ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হবে। দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ল্যাব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
এছাড়া বিকেল সাড়ে ৪টায় মাঠে অনুষ্ঠিত হবে শিক্ষক-কর্মকর্তা বনাম ছাত্র প্রীতি ফুটবল ম্যাচ। বাদ আছর, কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে।
দিবসটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউকের চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
দিবসটি উদযাপন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিটি কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন।