/ কুষ্টিয়ায় দুই নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় দুই নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,(কুষ্টিয়া): কুষ্টিয়ায় আলাদা স্থান থেকে দুই নারী সহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ও দুপুরে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে ট্রেনে কেটে সিয়াম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে মিরপুর উপজেলার খাজানগর আদেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া বারোশরীফ দরবারের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। অপরদিকে আজ দুপুর ১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বর থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ করেছে মিরপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে এক নারী মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বর থেকে অর্ধগলিত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এছাড়াও মিরপুর উপজেলার খাজানগর এলাকার সিয়াম তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ায় নিজ এলাকায় বেলা ১১টার দিকে ট্রেনের নীচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে। নিহত সিয়ামের বিচ্ছিন্ন হওয়া মরদেহ পোড়াদহ জিআরপি থানা পুলিশ উদ্ধার করেছে। ৬ মাস আগে একই এলাকার সুমাইয়া নামে এক মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেছিল সে। পরিবারের লোকজন মেনে না নেয়ার গতকাল মঙ্গলবার তাদের ডিভোর্স হয়। এরই জেরে সিয়াম আত্মহত্যার পথ বেছে নেয়।