নিজস্ব সংবাদদাতা,(কুষ্টিয়া): কুষ্টিয়ায় র্যাবের অভিযানে বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া সদর উপজেলার বিআইটিসি বাজার সংলগ্ন জিকে ক্যানেলের পাশে ঝোপের মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া সদর উপজেলার বিআইটিসি বাজারস্থ বিআইটিসি মোড় থেকে আনুমানিক ২৫০ মিটার দক্ষিনে জিকে ক্যানেলের পাশের ঝোপের মধ্যে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তুল, ২টি ম্যাগাজিন এবং ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তি সুত্রে র্যাব জানিয়েছে।