/ কুষ্টিয়ার জিকে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার জিকে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের খেজুরতলা এলাকায় জিকে খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে খালের ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হতে পারে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”


তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


স্থানীয়রা জানান, ওই এলাকায় আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। মরদেহ উদ্ধারের খবরে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।

মরদেহটি পানিতে পড়ে মারা গেছে নাকি হত্যার পর ফেলে দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।