আজ কেএমপি’র সংবাদ সম্মেলন
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে গতকালও (সোমবার) কেএমপির সদর দপ্তরের সামনে ‘ব্লকেড’ কর্মসূচি পালিত হয়। ছাত্র-জনতার ব্যানারে এ আন্দোলন হলেও গতকালকের কর্মসূচিতে ছিলেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এদিকে, বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন আহবান করেছে কেএমপি।
আন্দোলনকারীদের পক্ষে তানভীর আহমেদ জানান, গতকাল সোমবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কেএমপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বৃষ্টির কারনে বিকেল পাঁচটার মধ্যেই কর্মসূচি শেষ হয় উল্লেখ করে তিনি বলেন, কেএমপি কমিশনারের বিদায় না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন চলবে। বৈষম্য বিরোধী ছাত্রদের অনুপস্থিতি সম্পর্কে তিনি বলেন, যেহেতু এনসিপির একটি বড় কর্মসূচি নিয়ে সবাই ব্যস্ত সেহেতু অনেকে হাজির হতে পারেননি। কিন্তু ছাত্র-জনতার ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছে সেটি চলবে। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর মঙ্গলবার বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, সোমবারের কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন নেতা-কর্মী উপস্থিত ছিলেন না। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আপাতত আমরা কর্মসূচি করছিনা।’ অবশ্য এর আগে বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি অংশ ‘আন্দোলনের যৌক্তিকতা নেই’ বলে আন্দোলন থেকে সরে গিয়েছিল।