খুলনার শিপইয়ার্ড সড়কের সংস্কার দীর্ঘ ১২ বছরেও অসম্পন্ন থাকায় প্রতীকী প্রতিবাদে নেমেছেন নগরবাসী। নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে রূপসা সেতুর পশ্চিম পাশে সড়কে ধানের চারা রোপণ করা হয় এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) কে লাল কার্ড দেখানো হয়।
সড়কের ভাঙাচোরা অবস্থা, জমে থাকা পানি ও বড় গর্তে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সের গাফিলতি ও অনিয়মের কারণে দীর্ঘ সময় ধরে কাজ থমকে গেছে। পরে কেডিএ ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলেও প্রায় ৭০ কোটি টাকা ব্যয় এবং নিম্নমানের কাজ নগরবাসীর ক্ষোভ আরও বাড়িয়েছে।
নিসচা সভাপতি শেখ মো. নাসির উদ্দিন বলেন, “নগরবাসীর নিরাপদ চলাচলের জন্য এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ বছরের অবহেলা নগরবাসীর জন্য মৃত্যুফাঁদ তৈরি করেছে।”
অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, “প্রকল্পের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের দোষে নগরবাসী দায়িত্বশীলদের উদাসীনতা ভোগ করছে। আমরা চাই অবিলম্বে কাজ শুরু হোক এবং দোষীদের জবাবদিহি নিশ্চিত করা হোক।”
বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত কাজ শুরু না হলে কেডিএ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয় ঘেরাও করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা নেতারা, খুলনা নাগরিক সমাজ, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা। সাধারণ নাগরিকরাও অংশগ্রহণ করেন, যাতে তাদের দীর্ঘ দিনের দুর্ভোগের কণ্ঠস্বর সকলের কাছে পৌঁছানো যায়।
নিসচা জানিয়েছে, যতক্ষণ না সড়কের সংস্কার কাজ শেষ হবে, এই ধরনের প্রতীকী প্রতিবাদ চালু থাকবে।
কর্মসূচিতে বক্তব্য দেন বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, বাংলাদেশ সংবাদ সংস্থার খুলনা সংবাদদাতা মোহাম্মদ নুরুজ্জামান, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, দৈনিক প্রবাহের সাংবাদিক মোস্তফা কামাল, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সবুজ, ইউনাইটেড খুলনার সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমান, রাজনৈতিক নেতা মো. ফিরোজ মাহমুদ, শহিদুল ইসলাম উজ্জ্বল, মোহাম্মদ কবির হোসেন, যুবনেতা মো. লাবলু সরদার, ছাত্রনেতা আব্দুস সালামসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়া উপস্থিত ছিলেন নিসচার সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, প্রকাশনা সম্পাদক তানজীম আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, এম এ সাদী, আব্দুল্লাহ আল মামুন, রোদেলা আক্তার রেশমী, কাজী আব্দুল ওয়াহাব, মোঃ চুন্নু খন্দকার, হোসেন মাহমুদ বাচ্চু, মোঃ সাখাওয়াত হোসেন স্বপনসহ অসংখ্য সাধারণ নাগরিক।