/ কেশবপুরের পানিবদ্ধ এলাকা পরিদর্শনে চায়নার প্রতিনিধি দল

কেশবপুরের পানিবদ্ধ এলাকা পরিদর্শনে চায়নার প্রতিনিধি দল

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর (যশোর): যশোর জেলার কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর পানিদ্ধা এলাকা পরিদর্শন করেন চায়না কম্পিউটার এ্যাসিস্টেড ইন্সট্রাকশন পানিসম্পদ কমিশনের পক্ষে রং রং এর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তারা এলাকার পানি সমস্যা নিরসনের উপয় খুঁজে বের করা ও পরবর্তীতে করনীয় নির্ধারনে কাজ করবেন বলে জানিয়েছেন।


মঙ্গলবার প্রতিনিধি দলটি ভবদহের ২১ ভেন্টের স্লুইস গেট এবং কেশবপুর উপজেলার আগরহাটি শোলগাতিয়া ব্রীজ এলাকা পরিদর্শন করেন। বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে এ দলটি পরিদর্শনকালে এসময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শরিফ নেওয়াজ, কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সুমন শিকদার প্রমুখ।


গত ৩ দশক ধরে উল্লেখিত তিনটি উপজেলার ৭ লক্ষ মানুষ পানিবন্দিতার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করে আসছে। হাজার হাজার মানুষ বসত বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছে। কয়েক হাজার মানুষ তাদের পেশা ত্যাগ করেছেন।