/ কেশবপুরে ৮ ঘন্টার ব্যবধানে একই সড়কে ট্রাক চাপায় ২ ব্যক্তির মৃত্যু

কেশবপুরে ৮ ঘন্টার ব্যবধানে একই সড়কে ট্রাক চাপায় ২ ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কেশবপুর(যশোর): কেশবপুর শহরের স্বর্ণের কারিগর জয়দেব কর্মকার (৫০) দোকান থেকে উপজেলার আলতাপোল গ্রামে তার বাড়িতে যাওয়ার সময় ১৯ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে যশোর-সাতক্ষীরা ভায়া কেশবপুর সড়কের বুজ তলা নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

একটি সূত্র জানায় বাইসাইকেল যোগে যাওয়ার সময় চুকনগরগামী একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় তিনি পিষ্ট হন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে থানা সূত্র জানায়। এই দুর্ঘটনার ৮ ঘন্টা পর ২০ আগস্ট সকাল ৬টার দিকে যশোর-সাতক্ষীরা ভায়া কেশবপুর সড়কের মধ্যকুল গ্রামের মধ্যে আরেকটি ট্রাকের নিচে পড়ে মধ্যকুল গ্রামের মান্দার আলী গাজীর ছেলে আবুল কাসেম (৭৫) মারা গেছে। দুটি দুর্ঘটনায় থানায় মামলা হয়েছে।