কেসিসি পেট্রোলিয়ামের উদ্বোধনকালে সিটি মেয়র
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। কেসিসি’র সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে অধিকতর নাগরিক সেবা প্রদান করাও সম্ভব হবে।
সিটি মেয়র গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর পাওয়ার হাউস মোড়ে ‘কেসিসি পেট্রোলিয়াম’-এর (পেট্রোল পাম্প) উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। তিনি ফলক উম্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে পাম্পের উদ্বোধন করেন। খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত এ পাম্প থেকে কেসিসি’র নিজস্ব গাড়ির জ্বালানী তেল সরবরাহের পাশাপাশি সর্বসাধারণও সব ধরনের জ্বালানী তেল ক্রয় করতে পারবেন।
সিটি মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ প্রদান করেছেন যা’ দ্বারা নগর জুড়ে উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে নাগরিক সেবা বহুলাংশে বৃদ্ধি পাবে। তিনি কেসিসি পেট্রোলিয়ামের জ্বালানী তেলের গুণগত মান ও সঠিক পরিমাপ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজম, মোঃ মো: সুলতান মাহমুদ পিন্টু, মোঃ সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, মোঃ ডালিম হাওলাদার, মোঃ হাফিজুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, পারভীন আক্তার, মাজেদা খাতুন, সচিব মোঃ আজমুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, মশিউজ্জামান খান, জাহিদ হোসেন শেখ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, পেট্রোলিয়াম কোম্পানী পদ্মার সহকারি ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।-খবরঃ বিজ্ঞপ্তির।