/ খাগড়াছড়িতে সংঘর্ষ: ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ, নিহত অন্তত ৩

খাগড়াছড়িতে সংঘর্ষ: ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ, নিহত অন্তত ৩

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলশিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয়রা।

এদিকে ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক আহসান হাবিব পলাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তবে পুলিশ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেও নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকেও কেউ পরিচয় নিশ্চিত করতে পারেনি।এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি শান্তের চেষ্টা চলছে। সংঘর্ষে ১২ জন সেনা সদস্য আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি দিয়ে রাস্তা অবরোধ করা হয়।এই অবরোধ কর্মসূচি পালনে ইউপিডিএফের প্রত্যক্ষ উসকানি ছিল বলে জানা গেছে।সকাল ১০টায় সেনাবাহিনীর টহল দল গুইমারার রামসু বাজার এলাকায় সড়ক অবরোধ সরানোর সময় ৫০-৬০ জন সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পরে আনুমানিক ২০০-৩০০ জন সংঘবদ্ধ হয়ে সেনাবাহিনীর টহল দলের ওপর হামলা করে। এতে সেনাবাহিনীর গুইমারা জনের টুআইসিসহ ১২ জন সেনা সদস্য আহত হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাইকিং করার চেষ্টা করে।এক পর্যায়ে উশৃঙ্খল জনতা সরে না যাওয়ায় তাদের ছত্রভঙ্গ করার জন্য সেনাবাহিনী লাঠিচার্জ করে। এক পর্যায়ে বাঙালি ও পাহাড়ি উভয়ের মধ্যেই সংঘর্ষ বৃদ্ধি পায় এবং গুইমারার রামসু বাজারে এলাকায় বেশ কয়েকটি স্থানে ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়।