ইউক্রেনের খারকিভ শহরে হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী। এতে অন্তত ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে এক ডজনের বেশি লোক। বৃহস্পতিবার (২৪ মার্চ) আঞ্চলিক গভর্নর এই তথ্য জানান।আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ এক ফেসবুক পোস্টে বলেন, রাশিয়ানরা নোভা পোশতা অফিসে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালায়। যেখানে খারকিভের বাসিন্দারা সহায়তা নিচ্ছিলেন।তিনি আরও বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ছয়জন বেসামরিক নিহত হয়েছে এবং ১৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।