খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা গত ১০ এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে উত্তেজিত হয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের শারিরিক লাঞ্ছিত ও সরকারী সম্পত্তি ভাংচুর করার ঘটনায় সরাসরি জড়িত আসামীরা বিচারের আওতায় আসায় আজ মঙ্গলবার থেকে ইন্টার্ন চিকিৎসকদের সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। খুলনা বিএমএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতরাতে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিএমএ’র কার্যকরী পরিষদের জরুরী সভায় গতকাল সোমবার এ সিদ্ধান্ত হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভা থেকে আসামীদের বিচার আওতায় আনার কাজে সহযোগিতা করার জন্য খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সর্বস্তরের চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপণ করা হয়।
সভায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলের নিরাপত্তার দাবি পূনঃউত্থাপন করা হয়।-খবর ঃ বিজ্ঞপ্তির ॥