স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাধীন ২শ’ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালের রেডজোনে কোন রোগী নেই। গতকাল বুধবার সকাল পর্যন্ত ওই হাসপাতালে যে ১২জন রোগী ভর্তি ছিলেন তার মধ্যে পাঁচজন আইসিইউতে এবং সাতজন ছিলেন ইয়োলো জোনে অর্থাৎ করোনা সন্দেহ ওয়ার্ডে। এছাড়া অপর দু’টি বেসরকারি হাসপাতালেও তথা গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল কোন করোনা রোগী ছিলেন না বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, গতকাল সকাল পর্যন্ত সেখানে ১২জন রোগী ভর্তি ছিলেন। তবে রেডজোনে অর্থাৎ করোনা আক্রান্ত কোন রোগী ছিলেন না।
এদিকে, খুলনা বিভাগের ১০ জেলায় গতকাল সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছেন বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা: মো: মনজুরুল মুরশিদ।
এছাড়া খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ জানিয়েচেন গতকাল খুমেক আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার পর কারও করোনা শনাক্ত হয়নি।