স্টাফ রিপোর্টার ঃ ফুলে ফুলে সিক্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করলেন ডা: মো: রবিউল হাসান। গতকাল বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকা উপ-পরিচালক ডা: বিধান চন্দ্র ঘোষ গতকাল সকালেই তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দেন। দায়িত্ব নিয়েই ফুলে ফুলে শিক্ত হন নতুন পরিচালক। হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্স সকলেই তাকে ফুলেল ফুলেল শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণ করেই তিনি সকলের সহযোগিতা নিয়ে হাসপাতালের সেবা কার্যক্রমকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন। সবার আগে তিনি হাসপাতালের স্বার্থ দেখার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান।
খুমেক হাসপাতালের নতুন পরিচালক এর আগে ঝিনাইদহ ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১১ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ঝিনাইদহ আইএইচটি থেকে খুলনা মেডিকেলে বদলী করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব(পার-২) বেগম জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি এবং সংযুক্তিতে ঝিনাইদহ ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকারী ডা: মো: রবিউল হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে পদায়ন করা হলো। একই সাথে ঝিনাইদহ আইএচটিতে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি থাকা ডা: কাজী শামীম হোসেনকে। একই আদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা: মোহাম্মদ এহছানুল হককে ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পরিচালক করা হয়।
উল্লেখ্য, ডা: রবিউল হাসান এর আগে গোপালগঞ্জের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। তার নিজ জেলা ঝিনাইদহ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদ সৃষ্টির পর তিনি হচ্ছেন তৃতীয় পরিচালক। এর আগে প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ডা: এটিএম মঞ্জুর মোর্শেদ এবং তারপর ছিলেন ডা: মুন্সী মো: রেজা সেকেন্দার। অবশ্য ডা: মোর্শেদ দ্বিতীয় বারের মতো পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। সে অনুযায়ী ডা: রবিউল হাসান পদের দিক দিয়ে ৪র্থ হলেও ব্যক্তি হিসেবে তৃতীয় পরিচালক।