/ খুলনায় আইনশৃঙ্খলার অবনতিতে মহানগর বিএনপির উদ্বেগ: হত্যাকাণ্ড-চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার দাবি

খুলনায় আইনশৃঙ্খলার অবনতিতে মহানগর বিএনপির উদ্বেগ: হত্যাকাণ্ড-চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার দাবি

খুলনায় আইনশৃঙ্খলার চরম অবনতি এবং রাজনৈতিক উদ্দেশ্যে দায় চাপানোর প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মহানগর বিএনপি। তারা অভিযোগ করেছে, শহরটি বর্তমানে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকের রাজ্যে পরিণত হয়েছে।


শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে এক জরুরি সভায় মহানগর বিএনপি নেতারা বলেন, “খুলনা এখন খুনের নগরীতে পরিণত হয়েছে। গত ১০ মাসে দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানসহ ২৭টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ।”


সভায় নেতারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি কাজে লাগিয়ে একটি ‘গুপ্ত রাজনৈতিক শক্তি’ অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে এবং অতীতে রগ কাটা রাজনীতির দায়ে অভিযুক্ত একটি দল বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।


বক্তারা বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রগ কেটে ফেলা হয়েছিল কাদের দ্বারা? মিটফোর্ড হাসপাতালের সামনে সাম্প্রতিক হৃদয়বিদারক ঘটনার সত্য উদঘাটনের দায়িত্ব সরকারের, অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।”


সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সৈয়দা রেহেনা ঈসা, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, মিজানুর রহমান মিলটন, অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু প্রমুখ।


সভা থেকে জানানো হয়, আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আগামীকাল ১৩ জুলাই (রবিবার) বিকেল ৪টায় বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।