/ খুলনায় এসপি শফিউল্লার ভাইয়ের মৃত্যু ঘিরে রহস্য

খুলনায় এসপি শফিউল্লার ভাইয়ের মৃত্যু ঘিরে রহস্য

দৌলতপুর(খুলনা)সংবাদদাতাঃ খুলনার দৌলতপুর মধ্য পাবলার বাসিন্দা ও পুলিশ কর্মকর্তা এসপি শফিউল্লার ভাই শামীম শেখ (৪৫)-এর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে মরদেহ খুলনায় দাফন না হয়ে সরাসরি গোপালগঞ্জে দাফন করায় স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, গত রবিবার ভোরে শামীম শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টার দিকে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু মরদেহ বাড়িতে না এনে দ্রুত দেশের বাড়ি গোপালগঞ্জে পাঠিয়ে দাফন সম্পন্ন করা হয়।

এ ঘটনায় এলাকাবাসীর দাবি, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করা হচ্ছে। অনেকে মনে করছেন স্বাভাবিক মৃত্যু হলেও মরদেহ তড়িঘড়ি করে দাফন করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

হাসপাতালে শামীম শেখকে বহনকারী শামীম হাওলাদারের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে তার স্ত্রী ফোন রিসিভ করেন। মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান। এতে পরিবারের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, শামীম শেখের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এলাকায় এ নিয়ে নানা আলোচনা হচ্ছে। মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে একটি টিম পাঠানো হয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে মৃত অবস্থায় আনা হয়েছিলো। চিকিৎসকরা মৃত্যুকে স্বাভাবিক বলেছেন। তিনি আরও বলেন, এখনো কিছু বলা যাচ্ছে না। তবে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।