সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজির অভিযোগে খুলনার গল্লামারী এলাকা থেকে কিশোর গ্যাং সদস্য সাহেলকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এক বিশেষ অভিযানে সাহেলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাহেল সোনাডাঙ্গার গল্লামারী রোডের এম.এ. বারি সড়ক এলাকার বাসিন্দা আক্তারুজ্জামান বাবুলের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাহেল দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ এবং অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বলেন,“সাহেলকে গল্লামারী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাজিদকে গুলি করে হত্যাচেষ্টার মামলা, আরামবাগের মিজানকে কুপিয়ে হত্যাচেষ্টা এবং ট্রাকস্ট্যান্ডে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার মতো একাধিক অভিযোগ রয়েছে।”
এছাড়াও, বাইপাস সড়কের সিটি হোটেলের ম্যানেজারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগেও সাহেল জড়িত বলে জানা গেছে।
সেনাবাহিনীর কাছে দাখিল করা অভিযোগপত্র সূত্রে জানা গেছে, সাহেল এলাকায় রিকশা গ্যারেজ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করতেন।