/ খুলনায় চুরি হওয়া নবজাতক ৭ ঘণ্টা পর উদ্ধার

খুলনায় চুরি হওয়া নবজাতক ৭ ঘণ্টা পর উদ্ধার

স্টাফ রিপোর্টার: খুলনার একটি বেসরকারি ক্লিনিক থেকে চুরি হওয়া চারদিনের নবজাতককে প্রায় সাত ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটি চুরি হয়। শিশুটি বাগেরহাটের মোংলার সিগন্যাল রোড এলাকার বাসিন্দা সুজন মিয়া ও ফারজানা আক্তার দম্পতির সন্তান। গত শুক্রবার হাসপাতালটিতে জন্ম নেয় সে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ওষুধ খেয়ে শিশুর মা ঘুমিয়ে পড়েন। এ সময় নবজাতকটি ছিল তার নানীর কাছে। তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে সুযোগ বুঝে এক নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান। আধা ঘণ্টা পর ঘুম ভেঙে শিশুকে না দেখে খোঁজাখুঁজি শুরু করলে পুরো ক্লিনিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশের একাধিক টিম উদ্ধার অভিযানে নামে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা সন্ধ্যা ৬টার দিকে নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয়। যদিও হাসপাতালের নিজস্ব সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে অকেজো ছিল।

শিশুর বাবা সুজন মিয়া বলেন, “আমার নবজাতক পুত্রকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের চেষ্টাতেই আমার সন্তানকে ফিরে পেয়েছি। এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না।”

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান,“সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও পুলিশের একাধিক টিমের সম্মিলিত প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”