/ খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ১১ জুলাই

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ১১ জুলাই

আগামী ১১ জুলাই খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’। ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দলটি ‘পরিবর্তনের বার্তা’ পৌঁছে দিতে চায় খুলনার প্রতিটি ওয়ার্ড ও জনপদে। পদযাত্রা সফল করতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০-২৫ হাজার মানুষের অংশগ্রহণ।

বুধবার (৯ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে পৃথক দুইটি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন খুলনা জেলা এনসিপি এবং মহানগর সংগঠকরা।জেলা কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাহফুজুল হোসেন ফয়জুল্লাহ।

তিনি বলেন,“২০২৪ সালের জুলাই-আগস্টে শিববাড়ি মোড় থেকেই স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ সারা খুলনায় ছড়িয়ে পড়েছিল। সেই মোড়েই এবার ‘জুলাই বিপ্লবীদের’ পুনর্মিলনী হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রহীন শাসনের অবসান ঘটেছে। এখন নতুন বাংলাদেশ গঠনের সংকল্প নিয়ে আমরা আবারো রাস্তায় নামছি।”

১১ জুলাই পদযাত্রার সময় সূচি অনুযায়ী জুমার নামাজ

বাইতুন নূর মসজিদ ১ টা ৩০ মিনিটে।সাড়ে ৩টায়।শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ।বিকেল৫ টায় শিববাড়ি মোড়ে পথসভা।এছাড়া সন্ধ্যা ৭ টায় খালিশপুর পিপলস মোড়ে আরও একটি পথ সভা করবে এনসিপি। রাতে চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত পদযাত্রা ও গণসংযোগ করবে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।পথসভায় উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম,আখতার হোসেন,তাসনিম জারা,হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “এই নেতারা শুধু বক্তব্য দিতে আসছেন না, তাঁরা জনগণের মতামত ও আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের অংশ হিসেবেই খুলনায় আসছেন।”

খুলনা জেলা ও মহানগর কমিটি ইতোমধ্যেই শগণসংযোগ, লিফলেট বিতরণ, সাংগঠনিক সভা ও পথসভা প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. মো. আব্দুল্লাহ চৌধুরী, সৈয়দ আবু ওয়াহিদ অনি, রুমি রহমান, এম সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা সজীব মোল্লা, রাফসান রফিক ওশান, সানজিদা আফরিন আখি, জয় বৈদ্য প্রমুখ।

মহানগর সংগঠকদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন: আহম্মদ হামীম রাহাত তিনি বলেন,“শুধু অতীত স্মরণ নয়, এনসিপির লক্ষ্য নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করা। সেই বার্তা নিয়েই আমরা ১১ জুলাই খুলনার রাস্তায় নামছি।”

সংগঠকদের মধ্যে ছিলেন ফরিদ পাঠান, ইকবাল মোড়ল, তুহিন, অ্যাড. মঈনুল ইসলাম জীবন, রাবেয়া, সাদিয়া শিমু, রমজান শেখ প্রমুখ।