/ খুলনায় জিয়া হল প্রাঙ্গণে মেলার আয়োজন বন্ধে ইমাম পরিষদের স্মারকলিপি

খুলনায় জিয়া হল প্রাঙ্গণে মেলার আয়োজন বন্ধে ইমাম পরিষদের স্মারকলিপি

খুলনা মহানগরীর ব্যস্ততম অঞ্চল শিববাড়ি মোড়ের জিয়া হল প্রাঙ্গণে মাসব্যাপী মেলার আয়োজন বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে ইমাম পরিষদ খুলনা।
সোমবার (৩০ জুন) সকালে ইমাম পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা মেলার অনুমতির বিরোধিতা করে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন।

স্মারকলিপিতে বলা হয় “শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা বাবরি চত্বর (শিববাড়ি মোড়) ও জিয়া হল প্রাঙ্গণে মেলা আয়োজনের উদ্যোগ উদ্বেগজনক। অতীতে এমন মেলায় লটারি, জুয়া, অশ্লীলতা ও নানা অনৈতিক কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে, যা সমাজে অপরাধ প্রবণতা বাড়ায় এবং ধর্মীয় ও সামাজিক অনুশাসনকে ক্ষতিগ্রস্ত করে।”
ইমাম পরিষদের মতে, ইসলামী ও নৈতিক মূল্যবোধ রক্ষায় এসব কর্মকাণ্ডের অনুমতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই তারা প্রশাসনের কাছে এ ধরনের কোনো মেলা আয়োজনের অনুমতি না দেওয়ার আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে ইমাম পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এএফএম নাজমুস সউদ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুশফিকুর রহমান
মাওলানা আনোয়ারুল আজম, মোল্লা মিরাজুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হেকমত উল্লাহ মাদানী, ড. মুফতি আব্দুর রহিম ও মুফতি জিহাদুল ইসলাম প্রমুখ।

নেতারা বলেন,“শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের চলাচলের কেন্দ্রস্থলে এ ধরনের অনৈতিক আয়োজন সমাজে অপসংস্কৃতির বিস্তার ঘটাবে। তাই প্রশাসনের দায়িত্ব জনগণের ধর্মীয় ও সামাজিক অনুশাসনের প্রতি সম্মান রেখে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া।”