খুলনায় ট্রেনে কাটা পড়ে নাঈমুল ইসলাম (২৩) নামের এক দিনমজুর যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মানিকতলা সেনপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈমুল দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা তোতা ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে নাঈমুল ইসলাম রেলক্রসিং পার হয়ে মূল সড়কের দিকে যাচ্ছিলেন। ঠিক সে সময় খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে অতিক্রম করছিল। অসাবধানতাবশত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান নাঈমুল। মুহূর্তেই ট্রেনের নিচে চলে গেলে তার ডান হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে দৌলতপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাঈমুল ইসলাম বৃষ্টির সময় রেললাইন পার হচ্ছিলেন। ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার পর তিনি লাইনের উপর পড়ে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যান। তাৎক্ষণিকভাবে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটি একেবারে অসাবধানতার কারণে ঘটেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈমুল ইসলাম পেশায় একজন দিনমজুর ছিলেন। প্রতিদিনের মতোই কাজে বেরিয়েছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।