বিভাগে ৬ মাস ৬ দিনে ৪৮৪ জন আক্রান্ত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। গত পরশু রবিবার ওই শিশুর মৃত্যু হয় বলে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার(আরএমও) এবং ডেঙ্গু ও করোনার ফোকাল পার্সন ডা: খান আহমেদ ইশতিয়াক নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ওই শিশুটি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার বাসিন্দা। পাঁচ বছর বয়সী ওই শিশুর নাম অনিমা। এর আগে খুমেক হাসপাতালে আরও দু’জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয় উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে এ বছর মোট তিন জনের মৃত্যু হয় ডেঙ্গুতে।
অপরদিকে, বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা: মো: মুজিবুর রহমান বলেন, বিগত ২৪ ঘন্টায় বিভাগের ১০ জেলায় মোট ৫৪জন ডেঙ্গু আক্রান্তকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় মাগুরায় অর্থাৎ ১২জন এবং আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা অর্থাৎ ১০জন। বিগত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে শুধুমাত্র সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় কারও ডেঙ্গু শনাক্ত হয়নি। তবে ঝিনাইদহে সাতজন, খুলনা জেলা ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন করে, বাগেরহাট, নড়াইল ও কুষ্টিয়ায় চারজন করে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন এবং মেহেরপুরে একজনের ডেঙ্গু আক্রান্ত হয় গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায়।
এ নিয়ে এ বছর পয়লা জানুয়ারি থেকে গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত বিভাগে ৪৮৪জন ডেঙ্গু আক্রান্ত হয় বলেও বিভাগীয় স্বাস্থ্য অধিধপ্তরের তথ্যে উল্লেখ করা হয়। সূত্রটি বলছে, বিভাগের বিভিন্ন হাসপাতালে সোমবার পর্যন্ত ৫৪জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল।