/ খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

খুলনায় পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) দুপুরে আড়ংঘাটা ও লবণচরা থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা সূত্রে জানা যায়, দুপুরে খান জাহান আলী সেতু (রূপসা ব্রিজ) ও লবণচরা থানার মাঝামাঝি হাইওয়ে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে মো. মিকো (২৪) নামের এক যুবক নিহত হন। তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে, দুপুর ১২টার দিকে আড়ংঘাটা থানার বিলপাবলা বিশ্বরোড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল মিনতি বিশ্বাস (৬০) নামের এক নারীকে ধাক্কা দেয়। তিনি বিলপাবলা এলাকার বাসিন্দা প্রসাদ বিশ্বাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কায় মিনতি বিশ্বাস রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্বজনরা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর ১২টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আনসার উদ্দিন জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।