স্টাফ রিপোর্টারঃ নগরীর বয়রায় প্রেমজনিত কারণে কবিতা সানা (২৩) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যার পর ইন্টারনেট ব্যবসায়ী ইসহাকের বাড়ির একটি ভাড়া ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত কবিতা সানা খুলনার পাইকগাছা উপজেলার কুমখালি গ্রামের পলাশ সানার মেয়ে। তিনি বয়রা মহিলা কলেজের রসায়ন বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কবিতা সানার কক্ষের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় অন্য ভাড়াটিয়ারা সন্দেহ করেন। পরে দরজা ভেঙে দেখা যায়, তিনি গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কবিতা সানার সঙ্গে একই গ্রামের কল্লোল নামে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। কল্লোল বর্তমানে বরিশাল মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। প্রায় চার থেকে পাঁচ বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। সম্প্রতি বিয়ের দাবিকে কেন্দ্র করে দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এ নিয়ে পারিবারিকভাবে আলোচনাও হয়েছিল, তবে কল্লোল বিয়ে করতে রাজি ছিলেন না।
কবিতা তার ডায়েরিতে সম্পর্কের টানাপোড়েন ও মানসিক কষ্টের কথা লিখে গেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
খুলনা থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমজনিত কারণেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।