আগামী ৭ জুলাই থেকে খুলনার সার্কিট হাউস মাঠে শুরু হচ্ছে ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ইতোমধ্যে মেলা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গঠিত হয়েছে একাধিক উপকমিটি।
৭ জুলাই বিকেল ৪টায় বৃক্ষমেলার উদ্বোধন করবেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম । সবাইকে মেলায় আমন্ত্রণ জানিয়েছেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান।
প্রসঙ্গত, সরকারি ১০টি স্টলসহ মোট ৬০টি স্টলে নানা প্রজাতির গাছের চারা পাওয়া যাবে।