খুলনা শহরের মুজাহিদ পাড়ায় আবারও সন্ত্রাসীদের গুলিতে রক্তাক্ত হলো এক যুবক। শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে মেহেদী হাসান রোহান (২৩) নামের এক যুবকের ওপর গুলি চালায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মুজাহিদ পাড়া এলাকার ৫ নম্বর গলিতে। গুলিবিদ্ধ রোহান বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোহানের ভাষ্যমতে, রাত একটার দিকে তিনজন যুবক তার বাসার সামনে আসে। তাদের মধ্যে দুজনের মুখে ছিল মাস্ক, অন্যজনের মাথায় হেলমেট। তারা ‘কথা আছে’ বলে রোহানকে ডেকে নিয়ে যায়। কোনো রকম কথা না বলেই কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে তার ওপর গুলি চালায় তারা।
একটি গুলি তার একটি পা ভেদ করে অপর পায়ে গিয়ে লাগে। আহত অবস্থায় রোহান চিৎকার করলে গুলির শব্দ শুনে এলাকাবাসী ছুটে আসে। দুর্বৃত্তরা তখন দুটি মোটরসাইকেল টান দিয়ে দ্রুত সটকে পড়ে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রোহানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দুটি মোটরসাইকেলে চড়ে আসে। একটি কালো রঙের, অপরটি লাল রঙের Apache RTR 4V মডেলের। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
রোহান খুলনার মুজাহিদ পাড়ার বাসিন্দা, বাবার নাম বাবুল শেখ। ঘটনার প্রকৃত কারণ এখনো অজানা হলেও, স্থানীয় সূত্র বলছে—রোহান একজন মাদক সংশ্লিষ্ট ব্যক্তি এবং তার সঙ্গে এলাকার কিছু বিতর্কিত চক্রের পূর্ব শত্রুতা থাকতে পারে।
তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নিশ্চিত করেনি।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, “গুলির ঘটনার বিষয়ে শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হবে। তদন্তের পর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।”
মুজাহিদ পাড়া এলাকাটি আগেও একাধিকবার সন্ত্রাস, মাদক ও গ্যাং সহিংসতার জন্য আলোচনায় এসেছে। এলাকাবাসীর দাবি, এখানে একাধিক অপরাধচক্র সক্রিয়, যারা আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা কেন্দ্র করে বিরোধে লিপ্ত। প্রায় সময়ই এসব বিরোধ গুলি, হামলা ও হত্যাচেষ্টায় রূপ নেয়।