খুলনার রূপসা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে প্রাণ গেল পারভিন বেগম (৩৮) নামে এক গৃহবধূর। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যুগীহাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে স্বামী পলাশ শেখের সঙ্গে পারভিন বেগমের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পলাশ উত্তেজিত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর মাথা ও শরীরে কোপ মারেন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ৩টার দিকে পারভিন মারা যান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ঘটনার পর স্বামী পলাশ পলাতক রয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।