খুলনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেফতার হয়েছে চিহ্নিত সন্ত্রাসী ও ১২ মামলার আসামি আশরাফুল করিম ওরফে রনি ওরফে গালকাটা রনি (৩১)। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা মেইন রোডের রফিকের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযানটি পরিচালনা করে। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রনিকে আটক করার সময় তার কাছে থাকা অস্ত্র-গোলাবারুদ জব্দ করা হয়।গ্রেফতারকৃত আশরাফুল করিম খুলনার বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা গ্রামের মৃত কামরুল ও ফরিদা বেগমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে খুলনা মহানগর ও আশপাশের এলাকায় তিনি অস্ত্র ব্যবহার করে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
গোয়েন্দা পুলিশের তথ্যমতে, আশরাফুল করিম ওরফে গালকাটা রনির বিরুদ্ধে খুলনা মহানগরের বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে।
মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, গ্রেফতার হওয়া আশরাফুল করিম ওরফে রনি ওরফে গালকাটা রনির বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে নিয়ে আমরা আরও তদন্ত চালাচ্ছি।ঘটনার পর সোনাডাঙ্গা মডেল থানায় তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।