আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনার শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত একটি জনসমাগমপূর্ণ পথসভায় এই ঘোষণা দেন এনসিপির নেতারা। দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এ সভায় তারা বলেন, “নতুন বাংলাদেশ গড়তে এনসিপির প্রার্থীদের বিজয়ী করতে হবে। সময় এসেছে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন,“বর্তমান মুজিববাদী সংবিধান রাতের ভোট ও বাকশাল রোধে ব্যর্থ। তাই একটি নতুন সংবিধান গঠন করতে হবে।”
তিনি আরও জানান, আগামী ৫ আগস্টের আগেই “জুলাই ঘোষণাপত্র” চূড়ান্ত করার দাবি জানানো হচ্ছে।
পথসভায় বক্তব্য দেন আখতার হোসেন, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলম, নুসরাত তাবাসসুম সহ কেন্দ্রীয় নেতারা।তাঁরা বলেন,“খুলনাবাসী অতীতেও চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে।”
সন্ধ্যা সোয়া ছয়টায় যশোর থেকে পদযাত্রা শেষে এনসিপি নেতারা হোটেল টাইগার গার্ডেনে পৌঁছালে ফুল ও জাতীয় পতাকা দিয়ে তাঁদের অভ্যর্থনা জানানো হয়।
মাগরিব বাদ শুরু হওয়া পথসভা এক সময় বিশাল সমাবেশে রূপ নেয়। সভা শেষে নেতৃবৃন্দ খালিশপুর পিপলস্ গোল চত্বরে যান এবং আরেকটি সমাবেশে অংশ নেন।
রাতেই এনসিপি নেতৃবৃন্দ জুলাই শহীদ সাকিব রায়হানের পিতা-মাতার সঙ্গে সাক্ষাৎ করেন, যা পথযাত্রার একটি মানবিক দিক তুলে ধরে।