খুলনার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার জিরোপয়েন্ট থেকে পশ্চিম দিকে সাতক্ষীরা মহাসড়ক বর্তমানে ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ড্রেনেজের অভাব ও অপরিকল্পিত নির্মাণের কারণে এই রাস্তাটি জনজীবনের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ অবস্থায় খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এ সড়কের দ্রæত সংস্কারের দাবিতে মানববন্ধনের আয়োজনের করেছে । মানববন্ধন অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টা থেকে এক ঘণ্টা, জিরোপয়েন্ট চত্বরে।
কেডিএসের চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল বলেন, এই মহাসড়কটি শুধু খুলনার নয়, দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূরপাল্লার যানবাহন, মালবাহী গাড়ি, তেল ও গ্যাস বহনকারী যানবাহনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মালামাল এ রাস্তাই ব্যবহার করে। কিন্তু সংস্কারের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে সাধারণ মানুষ, রোগী পরিবহন, শিক্ষার্থী ও কর্মজীবী যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না।
সদস্য সচিব সাখাওয়াত হোসেন স্বপন বলেন, রাস্তার উপরের খানা-খন্দ, জমে থাকা পানি ও ট্রাফিক জ্যামের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে আছেন। অতিরিক্ত যানজট ও দুর্ঘটনার কারণে জনজীবন বিপর্যস্ত। এই মানববন্ধনের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মানববন্ধন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সকল সচেতন নাগরিককে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।