/ খুলনার ডুমুরিয়ায় দুই কোটি টাকার ‘আইস’ উদ্ধার, চালক-হেলপার আটক

খুলনার ডুমুরিয়ায় দুই কোটি টাকার ‘আইস’ উদ্ধার, চালক-হেলপার আটক

খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশ একটি বিশেষ অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ‘আইস’ (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে সাতক্ষীরা-খুলনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে এ মাদক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার রমজান শেখের ছেলে বিল্লাল শেখ (৪০) এবং একই জেলার কালিগঞ্জ থানার মৃত কালিপদ অধিকারীর ছেলে সুকুমার অধিকারী (৩৫)। তারা যথাক্রমে বাসটির চালক ও হেলপার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ দুপুরে ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩ নম্বর যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতরে একটি কাগজের বিস্কুটের কার্টনের মধ্যে লুকানো অবস্থায় প্রায় ২ কেজি ‘আইস’ পাওয়া যায়। মাদকগুলো দুইটি বড় ও পাঁচটি ছোট প্যাকেটে ভাগ করে রাখা ছিল। পরে বাসের চালক ও হেলপারকে ঘটনাস্থলেই আটক করা হয় এবং বাসটিও জব্দ করা হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বলেন, জব্দ হওয়া ‘আইস’ দেখতে সাগু দানার মতো। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মাদক পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে বিস্তারিত জানানো হবে।