খুলনার ফুলতলা থানাধীন পয়গ্রাম এলাকা থেকে একটি দেশি তৈরি পিস্তল, একটি পাইপগান এবং পাঁচ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট ) রাত সোয়া ১১টার দিকে এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, পয়গ্রাম গ্রামের মৃত মহম্মদ ফকিরের ছেলে হাসানুর ফকিরের বসতবাড়ির উত্তর পাশে একটি তালগাছের গোড়ায় ফেলে রাখা একটি ব্যাগে অস্ত্রগুলো ছিল। ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় একটি দেশি তৈরি পিস্তল, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড বন্দুকের কার্তুজ।
পুলিশ অস্ত্র ও গুলি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ফুলতলা থানা পুলিশ জানিয়েছে।