স্টাফ রিপোর্টার ঃ শিক্ষিত বেকারদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসলো বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজি। নগরীর বয়রাস্থ ইনস্টিটিউট চত্বরে এ মেলা শুরু হবে সকাল ১০টায়। বিকেল চারটা পর্যন্ত চলবে এ চাকরী মেলা। মেলায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে বসবে। এসব স্টলেই গ্রহণ করা হবে জীবন-বৃত্তান্ত, বাছাই শেষে দেয়া হবে নিয়োগপত্র।
আজ সকাল ১০টায় চাকরী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খুলনার বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন। এতে বিশেষ অতিথি থাকবেন উইনরক ইন্টারন্যাশনাল’র টিম লিডার পারভেজ কামাল পাশা, ইউনিসেফ’র চীফ ফিল্ড অফিসার মো: কাউসার হোসাইন, বিসিক’র আঞ্চলিক পরিচালক তাহেরা নাসরিন, এটুআই প্রকল্পের স্ট্র্যাটেজি এন্ড ইনোভেশন স্পেশালিস্ট আসাদ-উজ-জামান, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ¦ কাজি আমিনুল হক এবং ইউএনডিপি বাংলাদেশ’র সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান। চাকরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ এস এম মাহফুজুল হক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী চলবে চাকরী মেলা। যেখানে অনেক শিক্ষিত বেকার খুঁজে পাবেন তাদের কর্মসংস্থানে ঠিকানা।