* প্রথম দিনেই ১৪ রোগী, একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় আরও একটি করোনা ডেডিকেটেড হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। খুলনা জেনারেল হাসপাতালের সাধারণ রোগীদের ছাড়পত্র দিয়ে সেখানে ৭০ বেডের করোনা হাসপাতালের ভর্তি কার্যক্রম গতকাল রোববার থেকে শুরু হয়েছে। তবে প্রথম দিনেই ১৪ জন রোগী ভর্তি করা হয়। এর মধ্যে একজনের মৃত্যু ও অপর তিনজন নিজেদের উদ্যোগে হাসপাতাল ছেড়ে বাড়িতে আইসোলেশনে গেছেন বলে হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন। অর্থাৎ বর্তমানে সেখানে ১০ জন রোগী ভর্তি আছেন বলেও তিনি জানান।
এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাধীন করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকালও ১৫৯জন রোগী ভর্তি ছিলেন। ১৩০ শয্যার এ হাসপাতালে এতো বিপুল পরিমান রোগী থাকায় সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এজন্যই অস্থায়ী ভিত্তিতে খুলনা জেনারেল হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণা দিয়ে সেখানে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
খুলনা জেনারেল হাসপাতালের আওতাধীন ৭০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালের রোগী ভর্তি সংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়ে আজ সোমবার থেকে প্রতিদিন দুপুর ১২টায় হাসপাতালে প্রেস ব্রিফিং হবে বলেও জানান মুখপাত্র ডা: কাজী আবু রাশেদ।
খুমেক হাসপাতালের আওতাধীন ১৩০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, গতকাল সকাল পর্যন্ত এ হাসপাতালে ১৫৯জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে রেডজোনে ছিলেন ৯৮জন, উপসর্গ নিয়ে ইয়োলো জোনে ছিলেন ২৩জন, এইচডিইউতে ২০জন এবং আইসিইউতে ১৮জন।
খুমেক ল্যাবে ১১১জন পজেটিভ ঃ খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ বলেন, গতকাল রোববার খুমেক’র আরটি পিসিআর ল্যাবে ৪৩৭টি নমুনা পরীক্ষার পর ১১১জনের করোনাভাইরাস শনাক্ত হয়। ৪৩৭টি নমুনার মধ্যে খুলনার ছিল ৩১৯টি। শনাক্ত হওয়া ১১১জনের মধ্যে খুলনার ৮০জন, বাগেরহাটের ১৯জন, সাতক্ষীরার একজন, যশোরের চারজন, নড়াইলের দু’জন, ঝিনাইদহের একজন, পিরোজপুরের দু’জন এবং গোপালগঞ্জের দু’জন রয়েছেন।
এছাড়া গতকাল সকালে দেয়া বিগত ২৪ ঘন্টার হিসাব উল্লেখ করে খুলনার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডা: শেখ সাদিয়া মনোয়ারা উষা বলেন, আগের ২৪ ঘন্টায় খুলনা মহানগরীসহ জেলায় সর্বমোট ৭৯৮টি নমুনা পরীক্ষার পর ২২৩জনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ খুলনা জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ছিল ২৭ দশমিক ৯৪ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেন, গত ২৪ ঘন্টায় বিভাগের ১০ জেলায় ৭৬৩ জনের করোনা পজেটিভ হয়েছে। এ নিয়ে বিভাগে মোটা আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়ালো। অর্থাৎ গতকাল সকাল পর্যন্ত বিভাগে সর্বমোট ৪৫ হাজার ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩৪ হাজার ৩২০জন এবং মৃত্যুবরণ করেন ৮২৫জন।