দীর্ঘদিন পর শনাক্ত নেই
স্টাফ রিপোর্টার ঃ দীর্ঘদিন পর খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল সোমবার কোন করোনা শনাক্ত হয়নি। তবে একদিনেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে তিনজনের।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ বলেন, গতকাল খুলনা পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে খুলনারই ছিল ৮২টি। কিন্তু এর মধ্যে সবগুলো নমুনার ফলাফলই নেগেটিভ হয়েছে।
তবে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে গতকাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তিনজন করোনা আক্রান্ত রোগীর। এরা হলেন, যশোরের নাভারনের নাজিম উদ্দীন(৭৬), যশোর সদরের বারান্দীপাড়ার রফিকুল ইসলাম(৭৪) এবং নগরীর দৌলতপুরের পাবলার আ: গফফার(৭০)।
নাভারনের নাজিম উদ্দীন করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি এ হাসপাতালে ভর্তি হয়ে গতকাল সোমবার সকাল ছয়টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন। এছাড়া যশোরের বারান্দীপাড়ার রফিকুল ইসলাম ২০ জানুয়ারি ভর্তি হয়ে গতকাল সকাল সাতটা ৪০ মিনিটে ইন্তেকাল করেন আর নগরীর দৌলতপুর থানাধীন পাবলা এলাকার আ: গফফারও ২০ জানুয়ারি ভর্তি হয়ে গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন।
এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেছেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ২৫ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ২৪ হাজার ৩৩৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৫০জন।