সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা’র সভাপতি কোহিনুর আক্তার কণা ও সাধারণ সম্পাদক বাসিরা সরদার পলি এক যুক্ত বিবৃতিতে গত ১৩ মে খুলনার পিটিআই-তে কোয়ারেন্টিনে থাকা ২২ বছরের নারীকে ধর্ষণের তীব্র নিন্দা ও ধর্ষকের শাস্তি দাবি করেন।
বিবৃতিতে নেত্রীদ্বয় আরো বলেন, গত এক বছরের বেশী সময় সারা পৃথিবীতে করোনা মহামারী আকার ধারণ করেছে। মানুষ তাদের জীবন-জীবিকা রক্ষায় হিমসিম খাচ্ছে। কর্ম হারিয়ে প্রায় ৮ কোটি মানুষ খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনি সময়ে যখন রাষ্ট্রের পক্ষ থেকে করোনা মোকাবেলায় সর্বাত্মক সমন্বিত উদ্যোগ থাকা প্রয়োজন সেখানে আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধি পর্যন্ত সকল স্তরে দুর্নীতি ও অনিয়মের চিহ্ন। ফলে এই মহামারী জনগণের জন্য আরও কষ্টকর ও অবর্ণনীয় জীবনে ঠেলে দিয়েছে। করোনা মহামারীতে সবথেকে বেশি নির্যাতনের শিকার হচ্ছে নারীরা। খুলনায় কোয়ারেন্টিনে থাকা নারীকে ধর্ষণই দেখিয়ে দেয় নারী নির্যাতন ও করোনা মহামারী প্রতিরোধে সরকারের উদাসিনতা ও ব্যর্থতা। নেত্রীদ্বয় অবিলম্বে ধর্ষক এ এস আই মোকলেসুর রহমানের কঠিন শাস্তির দাবী জানান এবং সারা দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে নারীসহ সমাজের সকল পেশার মানুষের ঐক্যবদ্ধতা ও প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।-খবরঃ বিজ্ঞপ্তির।