স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার ১৮৮টি নমুনা পরীক্ষার পর তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া তিনজনই খুলনার বাসিন্দা। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
এদিকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেছেন, গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ২৫ হাজার ৪২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ২৪ হাজার ২৮২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৫০জন।
অপরদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল শুক্রবার দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার মৃত: ফজর আলীর পুত্র মুজিবুর রহমান(৬৫) এবং যশোর সদর থানাধীন বেজপাড়া এলাকার মৃত: মেঘনাথের পুত্র অরুন কুমার(৫৫)। পিজোরপুরের মুজিবুর রহমান গতকাল সকাল সাড়ে ১০টায় এবং যশোরের অরুন কুমার গতকাল সন্ধ্যা পৌনে সাতটায় মৃত্যুবরণ করেন। এর মধ্যে মুজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে গত ১০ জানুয়ারি এবং অরুন কুমার গতকালই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।