‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে খুলনা বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ৮টায় বয়রাস্থ বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ রঞ্জিতা চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডাঃ শুভেন্দু শেখর গাইন ও বিশেষ অতিথি ছিলেন বিপিআইএ-এর কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।
অপরদিকে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন খুলনা বিভাগীয় শাখা কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র যৌথ আয়োজনে ‘প্রতিদিনই ডিম খাই, রোগ প্রতিরোধ বাড়াই’ স্লোগানে এবং সমিতির উদ্যোগে সকাল ৯টায় থেকে রাত ৯টা পর্যন্ত দুঃস্থ, অন্ধ, প্রতিবন্ধী ও মসজিদ-মাদ্রাসায় বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ হয় এবং বিকেল ৪টায় ডালমিল মোড়স্থ পোল্ট্রি সমিতির কার্যালয় র‌্যালী ও আলোচনা সভা সংগঠনের সহ-সভাপতি শেখ রেজানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আলোচনা সভা পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী সংগঠনের কার্যালয় হতে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বর প্রদক্ষিণ করা হয়। বিপিআইএ-এর কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের সঞ্চালনায় ডিম দিবসের আলোচনা করেন চেম্বার অব কমার্স-এর পরিচালক এস এম ওবায়দুল্লাহ, বৃহত্তর আমরা খুলনাবাসী’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব শেখ আবু সুফিয়ান, পোল্ট্রি সমিতির সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, নির্বাহী সদস্য তুষার কান্তি পাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, জসিম ফরাজী, সুশান্ত কুমার ভাদুড়ী, ক্বারী শরীফ মিজানুর রহমান, সরদার মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ সলেমান খান, মোঃ শামীম আজাদ প্রমুখ। সভায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সয়াবিন মিল/খৈল রপ্তানীর আদেশ বাতিল, খাদ্য-বাচ্চার মূল্য নিয়ন্ত্রণ, খামারীদের উৎপাদিত মুরগীর ডিমের ন্যায্য মূল্যের নিশ্চিত এবং পাইকারী মুরগীর ডিম, মাংস, দুধ ও পশু খাদ্যের বাজার স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। -খবরঃ বিজ্ঞপ্তির।