/ খুলনা ও বরগুনায় বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে চোলাই মদ ও গাঁজা জব্দ, তিন মাদক ব্যবসায়ী আটক

খুলনা ও বরগুনায় বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে চোলাই মদ ও গাঁজা জব্দ, তিন মাদক ব্যবসায়ী আটক

খুলনা ও বরগুনায় যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে খুলনা সদর থানাধীন রেল স্টেশন সংলগ্ন বার্মাশীল রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে ৭৩৬ লিটার অবৈধ চোলাই মদ জব্দ করা হয়।
অভিযান চলাকালে মাদক প্রস্তুত ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেকেন্দার ওরফে সিকু নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

একই দিনে বরগুনার তালতলী উপজেলার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় আরও একটি পৃথক অভিযান চালানো হয়। সেখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন এবং মোছাঃ রহিমা খাতুনকে আটক করা হয়। তল্লাশিকালে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

অভিযানে আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।