/ খুলনা ও রংপুর বিভাগে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত নামলো

খুলনা ও রংপুর বিভাগে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত নামলো

স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ব্যাপক এলাকা জুড়ে মেঘের অবস্থান রয়েছে। তবে ঝড়ের পূর্বাভাস না থাকায় জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ ও কাল এবং এ সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে খুলনা ও রংপুর বিভাগে বেশি বৃষ্ িহতে পারে। অপর দিকে ভারতের কলকাতা থেকে আলিপুর আবহাওয়া অফিস জানায়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি আপাতত চলবে। দমকা ঝোড়ো হাওয়ার জন্য কয়েক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে শুক্রবার জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখন এ রাজ্যের উপরে নেই। তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে। সে কারণে উত্তরবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জেলার সব জায়গায় তা হবে না। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করা না হলেও চলবে ঝড়বৃষ্টি। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা রয়েছে।

আজ শনিবার উত্তরবঙ্গের আট জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে রবিবার। ওই দিন থেকে উত্তরের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে থামবে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।