স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন রহিমা বেগম(৪০) নামের এক রোগী। তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ মে ভর্তি হয়েছিলেন এ হাসপাতালে। রহিমা বেগম বাগেরহাট জেলার মংলা উপজেলার বাসিন্দা। তার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। গতকাল বিকেল পৌনে চারটার দিকে তার মৃত্যুর পর তার পুত্র সেখানে কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি বার বার বিলাপ করে বলছিলেন, ‘আমার মা বিনা চিকিৎসায়, ডাক্তারদের অবহেলায়ই মারা গেলেন’। করোনা হাসপাতালের এইচডিইউ-১৬ নম্বর বেডে গিয়ে আশপাশের রোগীর ভিজিটরদের সাথে কথা বলেও এমন চিত্র মেলে। তবে চিকিৎসকরা বলছেন, যথাযথ চিকিৎসা সেবা তাকে দেয়া হয়। মৃত্যুর পর গতকাল সন্ধ্যায় মরহুমার লাশ মংলায় নেয়া হয়।
এদিকে, খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল ৩৪৩টি নমুনা পরীক্ষার পর ১০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। পরীক্ষা করা ৩৪৩টি নমুনার মধ্যে খুলনার নমুনার সংখ্যা ছিল ২২৬টি। শনাক্ত হওয়া ১০২ জনের মধ্যে খুলনার রয়েছেন ৭২জন। অর্থাৎ খুলনার ২২৬টি নমুনার মধ্যে ৭২জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটের ২১জন, যশোরের পাঁচজন, সাতক্ষীরার তিনজন এবং নড়াইলের একজন রয়েছেন বলে খুমেক’র উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ জানিয়েছেন।