বাস্তবায়নে আশ্রয় ফাউন্ডেশন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় আশ্রয় ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা জেলার নয়টি উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
এ উপলক্ষে নয়টি উপজেলায় একযোগে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত সোমবার প্রতিটি উপজেলায় পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ শিক্ষা কার্যক্রমের সূচনা হয়। নয়টি উপজেলায় মোট ৬৩০টি উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয় ফাউন্ডেশন এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
নয়টি উপজেলায় এসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ আহাম্মদ, দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন, রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীন, তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, পাইকগাছার উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।
অনান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুসরাত ঝুমুর, ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, দাকোপের উপজেলা শিক্ষা অফিসার এস. এম. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, রূপসার উপজেলা মৎস্য কর্মকর্তা মো মাসুদুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা আফিসার মোঃ গোলাম মোস্তফা, তেরখাদার চিত্রা মহিলা কলেজের অধ্যক্ষ এস. এম মিজানুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম, পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল করিম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঝড়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অতিথিবৃন্দ। সেই সাথে সকলকে লেখাপড়ায় মনোনিবেশ করার মধ্যদিয়ে আগামী দিনের জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়।-খবর ঃ বিজ্ঞপ্তির ॥