স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার ১১৮টি নমুনা পরীক্ষার পর ৩৩জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৩০জন, বাগেরহাটের দু’জন এবং কুমিল্লার একজন রয়েছেন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানান।
এদিকে, খুমেক হাসপাতালের করোনা ইউনিটে গতকাল চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, নড়াইলের লোহাগড়ার উজ্জল শেখ(৪০) এবং খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন সিদ্দিকীয়া মহল্লার শফিকুল ইসলাম(৬০)। লোহাগড়ার উজ্জল শেখ বৃহস্পতিবার দিবাগত রাতে ভর্তি হয়ে গতকাল ভোর পাঁচটা ৪০ মিনিটে এবং সোনাডাঙ্গার শফিকুল ইসলাম ৩ মে ভর্তি হয়ে গতকাল বিকেল চারটা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) এবং করোনা হাসপাতালের মুখপাত্র ডা: সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।
এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ৩১ হাজার ৭৪০জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২৮ হাজার ৮৩১জন এবং মৃত্যুবরণ করেন ৫৮৫ জন।