স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল মঙ্গলবার ১৯০টি নমুনা পরীক্ষার পর ৩১জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে খুলনার ২৪জন, বাগেরহাটের পাঁচজন, যশোরের একজন এবং নড়াইলের একজন রয়েছেন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ৩৩ হাজার ৩৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩০ হাজার ৮৫৫জন আর মৃত্যুবরণ করেন ৬২২জন।
খুলনার সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ বলেন, গতকাল নগরীর পাঁচটি কেন্দ্রে ৪৩০জন এবং জেলার শুধুমাত্র পাইকগাছা উপজেলা কেন্দ্রে ১০জনকে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়। অর্থাৎ গতকাল খুলনায় টিকা দেয়া হয় সর্বমোট ৪৪০জনকে। তিনি বলেন, এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ২৫ হাজার ৯০৯জন। যার মধ্যে পুরুষ ৭৬ হাজার ৯৭৪ জন এবং নারী ৪৮ হাজার ৯৩৫জন। টিকা গ্রহণের পর খুলনায় এ পর্যন্ত মাত্র আট জনের পাশর্^ প্রতিক্রিয়া দেখা দেয় বলেও সিভিল সার্জন জানান।