স্টাফ রিপোর্টার ঃ বিগত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৭১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয় যশোরে অর্থাৎ ১৯৬জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মনজুরুল মুরশিদ বলেন, গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় যে ৭১৪ জনের করোনা শনাক্ত হয় তার মধ্যে খুলনার ১৮২জন, বাগেরহাটের ২৩জন, সাতক্ষীরার ৬১জন, যশোরের ১৯৬জন, নড়াইলের ১৩জন, মাগুরার ৩১জন, ঝিনাইদহওে ৭২জন, কুষ্টিয়ার ৯৭জন, চুয়াডাঙ্গার ২৬জন আর মেহেরপুরের ১৩জন রয়েছেন। এ বিভাগে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয় এক লাখ ১৭ হাজার ৪৬১জনের।
এদিকে, খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল ৩৭৫টি নমুনা পরীক্ষার পর ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ জানিয়েছেন। এর মধ্যে খুলনার ১০১জন, বাগেরহাটের আটজন, সাতক্ষীরার একজন, যশোরের চারজন আর নড়াইলের একজন রয়েছেন।